আমি জলসা ঘরে নূপুর পড়া বন্দিনী
আমি চিরদিনই চোখের জলের সঙ্গিনী
মনেরই মন্দির ছেড়ে দেবতা গেলে ফিরে
কার পূজা দেবে এই পূজারিণী ।।


আমি খুঁজিতে নিজের দাম
কখনো যে লিখেছিলাম
কলঙ্কের কালিতে আমারই নাম
পিয়ারী গিয়াছে মরে বলি যে মিনতি করে
লক্ষ্মীরে করো না আর কলঙ্কিনী ।।


আমি পুড়িয়ে নিজের মন
কাটিয়েছি এ জীবন
দু'নয়নে রেখেছি তো আষাঢ় শ্রাবণ
কপালে সিঁদুর দিয়ে চরণের ধূলো নিয়ে
বাঁচতে যে চায় এই অভাগিনী ।।