কার বিরহে কাঁদো আকাশ
এমন অঝর ধারায়,
কে তোমাকে দুঃখ দিলো
বলো না গো আমায়।।


আমার  দুচোখে জল অথৈ
তুমি ছাড়া কারে বা কই
এসো বন্ধু হয়ে আজ জলেরই
সন্তরণে আড়াল করো
আমার কান্নাভেজা চোখ,
সেই তো বোঝে হারানোর শোক
পেয়ে যে সব হারায়।।


ভুলে ছিলাম যে বেদনা
উথলে  দিয়ে আর কেঁদো না,
তোমার অলীক ছোঁয়ায় এই মনেরই
যন্ত্রণা আজ সতেজ হলো
আমায় কী সান্ত্বনা দাও
কেন স্মৃতির ভেলায় ভাসাও
মিছে মন হাত বাড়ায়।।


©আবুবকর শিকদার
২৫/০৫/১৮ইং