টিনের চালে টাপুর টুপুর
মেঘ পরী তার বাজায় নূপুর
শাপলা ফোঁটা তাল পুকুরে
জল করে থৈ থৈ
আমার- বালক বেলার আকাশ ভাঙা
বৃষ্টি গেল কই ।।
নষ্ট জলের কষ্ট জমে
ইট পাথরের এই শহরে
আমি তখন ব্যস্ত কাজে
চার দেয়ালের বদ্ধ ঘরে
জীবন খাঁচার গুমট হাওয়ায়
বন্দী হয়ে রই ।।
হয়তো আজো কদম তলায়
বৃষ্টি ভেজা নও যুবতী
কাউকে দেখে আঁচল টেনে
মিছে সাজে লজ্জাবতী
নতুন কোনো সালমা পারুল
অঞ্জলি বারোই ।।