তাহলে কি নিজেই আমি দুঃখবিলাসী?
(চিরদিন) সুখে থেকেও
(নিজেকে) দুখী বলে ভাবতে ভালোবাসি ।।
(হাসিতে) জীবন ভরা আমি তার উল্টো বুঝি
(কেন যে) মেঘের মতো চিরদিন কান্না খুঁজি
রানী হয়ে জন্মে আমি নিজেকে ভাবছি দাসী ।।
তাহলে কি নিজেই আমি.. .. ..
(বুঝি না) কিছুই আমি মনের এই জটিল খেলা
(তোমাকে) পেয়েও কাছে কেন যে রই একেলা
বিনা দোষে নিজকে আমি নিজেই দিই যে ফাঁসি ।।
তাহলে কি নিজেই আমি.. ..