শ্রাবণে প্রথম কাছে এসেছিলে
বৃষ্টির জলে ভিজিয়ে নীলাম্বরি
সেদিন জেনেছি পৃথিবীতে আছে
গল্পের মেঘ পরী ।।


বাতাস কেন যে এতটা গভীর
ভেজা কেতকীর গন্ধে
জেনেছি যখন চোখ পরেছিল
তোমার শাড়ির সিঞ্চিত নিবিবন্ধে
জেনেছি কেন যে জলের ছোঁয়ায়
কেঁপে ওঠে মঞ্জরি ।।


এখন জানিনা রয়েছো কোথায়
তুমি নিয়তির বন্দী
আমারও দু'চোখ অশ্রুতে ভেজা
জলের ধারায় শ্রাবণের প্রতিদ্বন্দ্বী
সারা কি দেবে না পাওয়ার আশায়
আজো যদি ভুল করি ।।