(আমি) সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি
শেষে জানলাম মানুষ নিজেই ভাগ্যের জালে বন্দী ॥


শত পরাজয় মেনে নিতে হয় জীবনের প্রতিক্ষণে
তবুও মানুষ কল্পনাতেই দুরাশার জাল বোনে
অবুঝ এ-মন করে না কখনো নিয়তির সাথে সন্ধি ॥
(আমি) সোনার হরিণ ধরতে গিয়ে.. .. ..


এমনও তো হয় যা করেছি জয় হারায়েছি অবহেলে
ফিরে পেতে চাই ভ্রান্ত আশায় যে-মানিক দিই ফেলে
কখনও নিজেই হয়েছি নিজেরই ঘোরতর প্রতিদ্বন্দ্বী ॥
(আমি) সোনার হরিণ ধরতে গিয়ে.. .. ..