সবাই তো চায় বাঁধতে সুখের ঘর
ইচ্ছে করে কেউ কোনোদিন হয় না যাযাবর ।।
মানুষ যাকে ছন্নছাড়া বলেই শুধু জানে
হয়তো সে-ও ঘর ছেড়েছে কোনো অভিমানে
করবে কি সে, সবাই যাকে ভাবে শুধু পর ।।
আকাশ ডাকে নীল ইশারায় তাতে কোনো পাখি
নীড়ের মায়া ছিন্ন করে চলে যাবে নাকি
দোষ কি পাখির ঘরে যদি ওঠে দারুণ ঝড় ।।