[গানটি শুনতে হবে একটু ভলিয়্যুম বাড়িয়ে]


পারো যদি এই আমাকে ক্ষমা করো সাঁই,
ওর চোখে যেই চোখ পড়েছে
মনে হলো ত্রিভুবনে অন্য কিছু নাই ॥


(আমি) ডুবেছিলাম ভক্তিরসে
ওকে দেখেই জপের মালা পড়লো খসে
তাহলে কি সে নিজেও তোমারই রোশনাই ॥
পারো যদি এই আমাকে ক্ষমা করো সাঁই.. .. ..


(আমি) রূপেই খুঁজি অরূপ-রতন
ওকে দেখেই হৃদয় আমার ভরলো যখন
বুঝেছি এ-চাঁদকে তো নয়, চেয়েছি জোছনাই ॥
পারো যদি এই আমাকে ক্ষমা করো সাঁই.. .. ..