ওরা) ছবি আঁকার পাঠশালাতে যায়নি কোনোদিন
(ওরা কেউ) চায়নি হতে জয়নুল আবেদীন
বুকের তাজা রক্তে যখন রাজপথ রাঙালো
কালো পীচে লাল কারুকাজ বিশ্বকে চমকালো ॥


শিল্পী রফিক-শিল্পী সালাম-জব্বার ও বরকত
লাল ছবিতে ভরে দিলো বাংলার রাজপথ
এমন ছবি আঁকেনি তো পিকাসো-অ্যাঞ্জ্যালো ॥
কালো পীচে লাল কারুকাজ.. .. ..


শিল্পী জহুর, শিল্পী জোহা, আসাদ-মতিউর
বুকের খুনে এঁকেছিলো একটি রঙিন ভোর ॥


শিল্পী মিলন, নূর হোসেন আর শিল্পী বসুনিয়া
সেই সূর্যেই রঙ মাখালো রক্ততুলি দিয়া
প্রয়োজনে জন্ম নেবে দূর আগামীকালও ॥
কালো পীচে লাল কারুকাজ