ওরা আজ মিশে আছে এ-মাটির ফল্গুধারায়,
লক্ষ প্রাণের উচ্ছ্বলতায়, ব্যথা-বেদনায় ॥


যখন বাবুই পাখি তালের পাতায় মগ্ন হয়ে তার স্বপ্ন বোনে,
খোকাখুকুমণি মায়ের মুখে ঘুম-পাড়ানিয়া কোনো ছন্দ শোনে,
যখন নিবিড় মাঠে চাষী তার লাঙল চালায়,
শহীদেরা পাশে এসে নীরবে দাঁড়ায় ॥


আকাশ যখন কোনো গোধূলি বেলায় রঙিন আবেশে গায়ে আবীর মাখে,
গাঁয়ের কিশোরী তার হাঁসগুলোকে তই তই তই ব’লে ঘরে ডাকে,
যখন উজান-স্রোতে মাঝি তার নৌকা চালায়,
শহীদেরা পাশে এসে নীরবে দাঁড়ায় ॥