ও কুটুম পক্ষী রে, কোন্ কুটুমের আনলি খবর?
(আমার) বাপের পথে চা’য়া চা’য়া পুড়িলো অন্তর ॥
কুটুম পক্ষী রে, কোন্ কুটুমের.. .. ..


হেন কুটুমে তেন কুটুমে করে জ্বালাতন,
নিজের মানুষ পর হ’য়াছে নাই রে আপন জন;
(আমি) পাষাণে বান্ধিয়া রে মন করি পরের ঘর ॥
কুটুম পক্ষী রে, কোন্ কুটুমের.. .. ..


কও রে পাখি, ভিনগাঁয়ের এই পরের ঘরে দিয়া
নিদয় বাপে ক্যামনে মোরে রইলো রে ভুলিয়া।।


আইজ বাজানে আইলে পাখি, পাখি রে তুই শোন,
খাইতে দিমু চিড়ামুড়ি, নইলে খাবি চুন!
(আমার) বাজানে না-আইলে মরার ও পাখি তুই মর  ॥
কুটুম পক্ষী রে, কোন্ কুটুমের.. .. ..