কী পেয়েছি কার কাছে
সে হিসাব করবো না আর কোনোদিন
আমি তো নিজেই জানি
শোধতে পারিনি আজও কারো কারো ঋণ ।।


কেঁদে কেঁদে কাটিয়েছি
ভুল করে সারাটা জীবন
বুঝিনি তো আমি ছাড়া
কার আছে মন
ভেবেও দেখিনি কারা
জীবন কাটিয়ে দিল ভালোবাসা হীন ।।


নিজেকে নায়িকা ভেবে
গৌরবে ভুলে গেছি সব
এ নাটকে আরো কতো
আছে কুশীলব
কখনো বুঝিনি আমি
তাদের ভূমিকাটুকু কতটা কঠিন ।।