কেউ মুছে দেয়নি,
আমি নিজেরই অজান্তে চোখ মুছলাম--
অশ্রু ঝরিয়ে কারো হয় না কিছুই,
বহুদিন কেঁদে কেঁদে বুঝলাম ॥


কী হবে দু’চোখে আর ঝরিয়ে শ্রাবণ?
কী হবে পুড়িয়ে আর নিজেকে এমন?
কে দিয়েছে কবে কার হৃদয়ের দাম ॥
বহুদিন কেঁদে কেঁদে বুঝলাম.. .. ..


অচেনাকে কাছে পেয়ে কিছু শিহরণ!
তাকেই কেন যে আমি ভেবেছি জীবন!
আসলে তো ভালোবাসা মরণের নাম ॥
বহুদিন কেঁদে কেঁদে বুঝলাম.. .. ..