যত তুমি থাকো পাহারায়?
জীবনে যা হারাবার
দিনে-দিনে সবই তো হারায় ।।
কাঁদলেও ঝরাপাতা
ফিরে আর পাবে না লাবণ্য;
যে প্রেম হারিয়ে গেলো
কেন মন কাঁদো তার জন্য
হাজারও তো নদী আছে মরুতে শুকায় ।।
বৃন্ত যেমন ক’রে
কিছুকাল ধরে রাখে ফুলকে
হৃদয় বাঁচিয়ে রাখে
স্বপ্ন নামের কিছু ভুলকে
আহত আশার মতো শেষে ঝ’রে যায় ।।