জীবনে আমার দুঃখ শুধু একটাই
মাঝেমাঝে দুঃখ দেবে তেমন আমার কেউ নাই ।।


মায়ের বকুনি খেয়ে, হয়ে আছি ভালো মেয়ে
বড়পা’র কড়াচোখ, বাবার শাসন
বিধির বিধান মেনে অকাতরে ভুলে যায় মন--
কখনো যায় না ভোলা আমি আজ কারো দেয়া সেই দুখ্ চাই ।।

সুখের নিকুচি করি, ভালোবেসে যদি মরি
পুড়ে যাক যায় যদি আমার কপাল--
গোলাপে সুবাস থাকে শুকিয়ে তো মরে তার লাল;
আমাকে জ্বলতে দাও, এই মন পুড়ে পুড়ে হয়ে যাক ছাই ।।