জীবনানন্দ চেয়েছিলো কোনো শালিক পাখি হয়ে
আরো একবার এই বাঙলায় ফিরে আসে,
(বড়) সাধ ছিলো তার গাঙচিল হয়ে আকাশের নীলে ভাসে
(আমি) আর-জনমেও চাই না তো হতে পাখি--
মানুষ হয়েই বেঁচে রবো এই দুখী মানুষের পাশে ॥


যে-মানুষ বাঁচে খরা-বন্যায়, মহামারী আর ঝড়ে,
মহাপ্লাবনের প্রতিযোগী হয়ে সাগরের সাথে লড়ে,
প্রয়োজনে যারা রাজপথে মরে শোষকের সন্ত্রাসে ।।


যে-মানুষ বোনে বাঁচার স্বপ্ন হাহাকার-ভরা বুকে,
আমি মিশে রই চিরদিনই সেই মানুষের সুখে-দুখে---
গাঙচিল হয়ে মেলবো না পাখা নির্জন নীলাকাশে ।।