হায় মালিনী, করলি একি বল্!
(ও তুই) পরের চারায় ফুল ফুটালি
নিজ বাগানে দিলি না তুই জল ॥


তোর সাজানো ফুলের ডালি
দেখলো না তোর আপন মালী,
মিছেই আমার সাধন-ভজন পাইনি মনের তল,
(ও তোর) পাইনি মনের তল ॥
হায় মালিনী, করলি একি বল্!


ঘর বেঁধেও পরের বাঁদী,
রইলি নিজেই অনাবাদী,
মালিনী, তোর জীবন-কলি
মেললো না তার দল!
(ও রে) মেললো তার দল ॥
হায় মালিনী, করলি একি বল্!