গত সনের সুদের টাকা চাইলো মহাজন
আসল নিতে চায়না জেনে খুশি হলো মন
আমার খুশি হলো মন ।।
লোকটা বড় দিল দরিয়া
চাইলে টাকা পাই
বছর শেষে সুদ না দিলে
কোনো ক্ষমা নাই
ঘটা করে করবে এবার
বছরকে বরণ ।।
হালের গরু বিক্রি দিলাম
গেল খোরাকিতে
নছিমনের বাউটি গেল
সুদের টাকা দিতে
ভিটা বাড়ির নামে আছে
আসলটা দাদন ।।