গাঁও গেরামে আমায় দেখে
ডুমুর পাতার আড়াল থেকে
শুধালো টুনটুনি
তুই এতদিন কোথায় ছিলি
কেমন ছিলি শুনি ।
আমি- জানিনা তার জবাব দেবো কি
চির চেনা বাংলাকে আজ ফিরে পেয়েছি ।।
কাশের সাদা চুল নাড়িয়ে
বললো তেপান্তর
ভর দুপুরে অলস বেলায়
এই ছিল তোর ঘর
আজ কেন তুই নিজের ঘরে
নিজেই অতিথি ।।
শুধায় এসে মাঝ বয়সী
তর্যু বালার মা
এই অভাগীর কথা কি তোর
মনে পড়ে না
তোর দেয়া সেই পুঁথির মালা
লুকিয়ে পরেছি ।।