এমন কখনও যদি হয়:
তোমাকেই এই আমি করে ফেলি জয়
ভেবো না তোমার তাই হলো পরাজয় ।।
মনে করো এক নদী কাঁদিয়ে দু’পার
অনেক পথের শেষে পেলো পারাবার;
নদী সে তো চিরদিন সাগরে মিলায়--
ভেবো না নদীর তাই হয়েছে বিলয় ।।
এমন কখনও যদি হয়.. .. ..
মনে করো এই তুমি ভুলে এত মান
অনেক ব্যথার শেষে দিলে প্রতিদান
যদি এসে কোনোদিন দুয়ারে দাঁড়াও
আমারই সে জয় নয়, তোমারও বিজয় ।।
এমন কখনও যদি হয়