এ কী তুমি করলে গো, এ কী তুমি করলে !
শিউলি ফুলের মতো যে-আঁধারে ফুটেছিলে
সে-আঁধারে কেন ঝরে পড়লে ।।

যে-কথা বলোনি লাজে, বুঝে ফেলি সেই ভয়ে কাঁপেনি অধর
শুনিয়ে কী লাভ হলো এতদিন পর--
যে-তুমি লুকিয়েছিলে আজ কেন সেই চোর মিছে ধরা পড়লে ।।  


দেখেছি তো কত রাতে নীরবে আকাশ থেকে তারা খসে যায়,
জানিয়ে বিদায় নিতে আরো ঝলকায়--
মিছেই পুরনো মড়া ভুল করে জেগে আজ আবারও তো মরলে ।।