দুই নয়নে দেখলি যা তুই সব কিছু তার সত্য নয়--
অদেখারে দেখতে হলে আরেক নয়ন থাকতে হয় ॥


(ও তুই) হয়তো কিছুর দেখলি আধা
হতে পারে সেও ছিলো তোর চোখের ধাঁধা
কলুর বলদ চক্ষু বাঁধা ঘুরলি সারা জগতময় ॥
অদেখারে দেখতে হলে. . . .


(ও তোর) কাটলো জীবন হুলুস্থূলে
ফুল ভেবে তুই গাঁথলি মালা হাজার ভুলে
কখন মালা পড়বে খুলে ঘুচলো না সে মনের ভয় ॥
অদেখারে দেখতে হলে. . . .সুবীর নন্দী