ডুবে-ডুবে জল খায় যারা
এমনতরো প্রেমের মড়া
জলে ভাসে না রে, জলে ভাসে না--
গ্রীনরুমেতেই নাটক করে মঞ্চে আসে না,
(তারা) সীনে আসে না ।।


জলের নিচেই সোনার হরিণ কেউবা খুঁজে পায়,
কেউবা শুধু কাদাজলে হাবুডুবু খায় রে, হাবুডুবু খায়--
জানাজানি হয় না বলে লোকে হাসে না,
(কোনো) লোকে হাসে না ।।


অন্ধকারে সিন্দুক খুলে সেয়ানা মনচোর
চাবি মেরে আবার পালায় রাত না-হতে ভোর
(পালায়) রাত না-হতে ভোর,
গভীর জলের মাছ হলে আর ফিরে আসে না
(সে তো) ফিরে আসে না) ।।