চার দেয়ালে বন্দী জীবন
হতেই পারে মন উচাটন
সাধে কি আর শুনতো রাধা সর্বনাশা ব্রজের বাঁশি?
(চলো না) অন্য কোথাও ঘুরে আসি ॥


সত্যি করে বলো তুমি চোখ রেখে এই আমার চোখে
এখনও কি সাগর দেখো ?
(হায়রে) কত ছলাই জানে লোকে--
ভোরে তোলা গোলাপকলি সাঁঝ না হতেই হয় যে বাসি ॥
(চলো না) অন্য কোথাও


গান শোনাতে বিলাপ করে মুখচেনা এক চতুর পাখি
এ-গানে কি হৃদয় ভরে?
(ও তার) মিছেই শুনি ডাকাডাকি--
মনের কী দোষ ঘরছাড়া মন একটু যদি হয় উদাসী ॥
(চলো না)  অন্য কোথাও.. .. ..