ছাও হারাইয়া পাখি কান্দে,
চাষী কান্দে হারাইয়া তার সুখের বসতঘর--
এমন বছর আইবো কবে
যার সাথে নাই কালবৈশাখীর ঝড় ।।


খরায়-পোড়া মাঠের ফাটল কান্দে চা’য়া পানি,
ঈশান কোণে দেখি কেবল মেঘের চোখ-রাঙানি!
বৃষ্টি ছাড়াই তুফান ছোটে বুক কাঁপে ধড়ফড় ।।
এমন বছর আইবো কবে.. .. ..


বছর ঘুরে বছর আসে পঞ্জিকা নাই ঘরে,
গাছ নাড়াইয়া সারা জনম খবর দিলো ঝড়ে,
ঘূর্ণি-হাওয়ায় আশার পাখি উড়লো নিরন্তর ।।
এমন বছর আইবো কবে.. .. ..