চাঁদ ডুবে গেলে তারার জোছনা আকাশের থাকে সাথী
তুমি চলে গেলে আমার কিছুই থাকে না
নিজেকেও লাগে অচেনা ॥
আলাপের শেষে যখনই বলো: ‘উঠি’
কাকলি থামিয়ে পাখিরাও চায় ছুটি!
(এত) গন্ধে মাতাল করে না তো আর নিবিড় হাস্নাহেনা ॥
তুমি চলে গেলে.. .. ..
তোমাকে ছাড়াও হয়তো সময় কাটে
সূর্যও ওঠে, কখন যে নামে পাটে
(তবু) সন্ধ্যা-সকাল আবীরের মতো আকাশ তো রাঙে না ॥
তুমি চলে গেলে.. .. ..