পুরুষ কণ্ঠ:
ভালোবেসে দেবদাসেরা ধুঁকে-ধুঁকে মরতে পারে
পার্বতীরা দুঃখ পেলেও কিছু জ্বালা বুকে নিয়ে
ঘর-সংসার করতে পারে ॥


নারী কণ্ঠঃ
গাছের বাঁধন ছিন্ন হলে ফুলেরাও ঝরতে পারে;
বৃন্ত যদি ফুলকে রাখে বুকের কাছে আপন করে
সাধ্যি কি ফুল পড়তে পারে ॥


পুরুষ কষ্ঠ
শরৎ বাবু বুঝেছিলেন ভালোবাসার মর্মবাণী:
কারা সাজে প্রেম-ভিখারী, কারা হতে চায় যে রানী,
পুরনো পণ ভেঙে কারা নতুন সাথী ধরতে পারে !
পার্বতীরা দুঃখ পেলেও কিছু জ্বালা বুকে নিয়ে
ঘর-সংসার করতে পারে ॥


নারী কষ্ঠ:
শুঁড়িখানায় দেবদাসেরা রেখে আসে কষ্টজ্বালা,
চুনিলালের সঙ্গী হয়ে কুড়াতে চায় নষ্টমালা;
এই সমাজে কয়টা মেয়ে এমনকিছু করতে পারে !
বৃন্ত যদি ফুলকে রাখে বুকের কাছে আপন করে
সাধ্যি কি ফুল পড়তে পারে ॥


পুরুষ কণ্ঠ: ভালোবেসে দেবদাসেরা ধুঁকে-ধুঁকে মরতে পারে...