আমি তো কখনো চাইনি কোনও রত্নশালার চাবি
মানুষ বলেই আমারও তো আছে ছোট ছোট্ট কিছু দাবি
(আছে) ছোট্ট ছোট কিছু দাবি ॥
(কোনো) রাজকন্যের জন্যে কখনো
ছোটেনি আমার সাধের পঙ্খীরাজ--
চেনা রাজপথে মিছিলে নেমেছি, তবু কেন পড়ে বাজ !
চাইনি কখনো সোনার হরিণ, চাইনি তো মৃগনাভি ॥
(কোনো) রাজ-ভাণ্ডার চাই না আমার
তোমাদেরই থাক ময়ূর সিংহাসন--
আমি চাই শুধু জানাতে আমারও ছোট ছোট প্রয়োজন।
অঙ্ক মিলাতে জীবন-খাতার হইনি তো বেহিসাবী ॥