(আমি) পথে পথে ঘুরি একা
পথ-হারা এই জনম-কানা--
পাই না খুঁজে পথের দিশা
জানি না কোথায় ঠিকানা ॥
অন্ধের হাতে আছে লাঠি
পথ চিনে নেয় ঠুকে মাটি-
(আমি) অন্ধের অধম কোথায় হাঁটি
তা-ও তো আমার নেই জানা ॥
জীবন যেন কলুর ঘানি
মন বলদ আর আমি টানি-
(ও তার) ইচ্ছে হলে খাওয়ায় পানি
দ্যাখ মালিকের তাল-বাহানা ॥