আমার তো নেই কোনো বনলতা সেন
হাজার বছর পরে বহু পথ ঘুরে যদি ফিরেও আসি
তবু কেউ বলবে না "এতদিন কোথায় ছিলেন" ॥


পাখিরা কুলায়ে ফেরে, নদীরও চলার শেষে রয়েছে সাগর--
কে আছে আমার মতো চির যাযাবর?
কী কুশল জানাবো তা আজও জানা নেই
তবু যদি কেউ কিছু ডেকে শুধাতেন ॥
আমার তো নেই কোনো বনলতা সেন.. .. ..


খুঁজেছি অনেক তবু দেখিই নি চোখে আজও দারুচিনি দ্বীপ
জ্বালে নি কোনও নারী প্রেমের প্রদীপ
জীবনের খাতা খুলে হিসাব মিলাই--
হলো না তো হৃদয়ের কোনো লেনদেন ॥
আমার তো নেই কোনো বনলতা সেন.. .. ..