আমার দুঃখ তো একটাই
দুঃখ দেয়ার মানুষ আমার নাই।।
ভুলতে পারি একনিমিষে বাপ ও মায়ের গালি
এমন দুঃখ কেউ দিলো না বুকটা ছিঁড়ে হয় যে ফালিফালি
যে-দুখ সয়ে বৃন্দাবনে জ্বলেছিলো রাই।।
কাব্যি-করে কয় সকলে প্রেম নাকি যন্ত্রণা
সে-যন্ত্রণা সইতে রাজি—হায়রে মানুষ দিলি না এক-কণা
এ মন আমার হয় যদি হোক পুড়ে-পুড়ে ছাই।।