সোনা সোনা সোনা, লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি, তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি ।।


ধন ধন বলো যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারো সাথে,
কত মার ধন মানিক রতন
কত জ্ঞানী গুণী কত মহাজন,
এনেছি আলোর সূর্য এখানে
আঁধারের পথ কাটি রে ।
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি ।।


এই মাটির তলে ঘুমায়েছে অবিরাম
রফিক, শফিক, বরকত কত নাম,
কত তিতুমীর, কত ঈশা খান
দিয়েছে জীবন, দেয় নি তো মান,
রক্তশয্যা পাতিয়া এখানে
ঘুমায়েছে পরিপাটি রে ।
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি ।।