কার ঘরে দুলালী কন্যা সুন্দরী গো
তুমি যে নিয়াছো আমার মন হরি গো ।।


নিত্য নিত্য এই না পথে আসো আরো যাও
বারে বারে কেন বা তুমি আমার পানে চাও
কন্যা আমার পানে চাও
তোমার ওই রূপ সাগরে ইচ্ছা করে ডুবে মরি গো ।।


দেইখা তোমার মেঘো বরণ খোঁপায় গোঁজা ফুল
আমার মন যে মাতাল হয় আর ভ্রমর হয় আকুল ।


বলি কন্যা তোমার কাছে মনের কথা লও
আমি হবো তোমার যদি তুমি আমার হও
কন্যা তুমি তুমি আমার হও
আমার এ ভালোবাসা দেবো তোমার মন ভরি গো ।।