যারে আমি মন দিয়েছি
সে মেয়ে কনক চাঁপার কলি
যারে আমি ভালোবাসি
তারে আমি চন্দ্র কলা বলি ।।


আহা তার ভ্রমর ভ্রমর আঁখি
আমি যে মনের খাঁচায় রাখি
সে চোখে শ্রাবণ মেঘের
কাজল পড়ে ঢলি ।।


আহা তার কাজল কালো কেশে
রূপসী রাতের মায়া মেশে
রূপে তার রূপ শায়রে
অরূপ তৃষায় জ্বলি ।।