অনাথিনীর বুকের মানিক
বল আমারে বল রে
ছায়া নিলি কোন ভরসায়
মরা গাছের তলে রে, নানা হে…।
জীবনটা যার একতারাতে
বাঁধা আছে দিনে রাতে।
বাঁধলি তারে মায়ার ডোরে
কত যেনো ছলে রে, নানা হে….।।
ওরে আমার অবুঝ পাখি
বলনা তোরে কোথায় রাখি।
দ্বীন-ভিখারী কাঙ্গাল আমি
নাই কোন সম্বলরে, নানা হে…।
লা-লা-লা লা-লা-লা, নানা হে…
ওরে আমার অবুঝ পাখি
বলনা তোরে কোথায় রাখি।
দ্বীন-ভিখারী কাঙ্গাল আমি
নাই কোনো সম্বলরে, নানা হে…।।