আইছো একা যাইবাও একা
মাঝখানে সব মরিচিকা
এই দুনিয়া মায়ার খেলা, মায়ায় মজো না
ও মন আমার এই দুনিয়ার মায়ায় মজো না।।


ভাই বোন আত্মীয় স্বজন
ভাবছো তোমার কতই আপন
সত্যি ভেবে দেখনারে মন
কেহই তোমার না
ও মন আমার এই দুনিয়ার মায়ায় মজো না।।


এই দুনিয়ার মোহে পড়ে
গাড়ি বাড়ি অর্থ লোভে
যাইবার কালে দেখবি ভবে
কিছুই তোমার না
ও মন আমার এই দুনিয়ার মায়ায় মজো না।।


সন্তান রক্তের বাঁধন
বড়ো আদরের ধন
সেও তোর নয়রে আপন
বল আপন কোন জনা
ও মন আমার এই দুনিয়ার মায়ায় মজো না।।