সমুদ্রের সমান ভেসে যাওয়া খুনে (২)
টগবগে যুবকের রক্ত আগুনে -
পেয়েছি কাঙ্ক্ষিত বিজয় (২)
এই পতাকা বুকের মাঝে চির অম্লান অক্ষয় (ঐ)
মা হারালো তার প্রিয় সন্তান (২)
সন্তান দেখে তার প্রিয় পিতা নাই (২)
লাশ হয়ে পড়ে আছে বোনের সামনে ভাই
আকাশসমান নির্মমতার এই ইতিহাস ভুলবার নয় (ঐ)
কঠিন দিনগুলো পেড়িয়ে আমরা মানচিত্র পেয়েছি পৃথিবীতে (২)
মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি মোরা (২)
লাখো শহীদের প্রেরণা থেকে সাহস করেছি সঞ্চয় (ঐ)