প্রেমহীন জীবনে এসেছিলে
গেছে আবার হারিয়ে (২)
সময়ের সাথে সাথে শুধুই নিরবতা
চিরসঙ্গী আমার
চোখের লোনাজল ঝরে যায় অবিরল (২)
রাত্রি-প্রভাতে (ঐ)


ভালোবাসা দিয়ে বাঁধবো ঘর (২)
সুখ দিয়ে সাজাবো প্রেমের বাসর (২)
কল্পনা হলো দুঃস্বপ্ন আমার
মিলন হবেনা এ দুটি হাতে (ঐ)


স্মৃতিতে গাঁথা আজো মুক্তো মালা (২)
সাজানো আছে সেই বরণডালা (২)
পৃথিবীর সব রঙ, তোমাতে হবো আপন
ফিরে এসো মিশে রবো একসাথে (ঐ)