লাজে ভরা আঁখি মেলে ফিরে ফিরে চায় (২)
গোপন সে কথাটি বলবে আমায় (২)
মায়াভরা মুখটি তোমার, মলিন কেন যে বারবার
হাসলেই ফুলপরী লাগে গো তোমায় (ঐ)
ঘুমহীন রাত্রিতে স্বপ্ন হাজার (২)
মুখগুলো ভেসে উঠে কেন বারবার (২)
বুকের পাঁজরে তুমি, হৃদয় ভুবনে
তোমাকে ভেবে সময় বয়ে যায় (ঐ)
নীলাভ ওই আকাশের রঙ তুলিতে (২)
এঁকেছি স্বপ্ন ছবি প্রেম ইশারাতে (২)
জানালায় উঁকি দিয়ে, তারাদের সাথে নিয়ে
চাঁদকে সারারাত গল্প শোনাই (ঐ)