কোন এক শিল্পী এঁকেছিল সেই ছবি (২)
হরিণীর মতো দু’টি কালো চোখ
মায়ায় জড়ানো তার হাসি ভরা ওই মুখ (২)
কথাগুলো যেন কোন গানের স্বরলিপি (ঐ)
দু'দিকে ছড়ানো খোলা চুলের বাহার (২)
চাহনিতে অপরূপ দৃষ্টি যে তাঁর (২)
ললাটের ওই কালো টিপের মাঝে
লেখা আছে জীবনের অজানা লিপি (ঐ)
ছবিখানি দেখে কি যে হলো আমার (২)
আঁখি দু'টি সরেনা কোথাও যে আর
কল্পনা ভেসে থাকে মেঘের ডানায় (২)
উড়ে যায় নীল আকাশে স্বপ্ন পরী (ঐ)