গোধুলী বেলায় পৃথিবীর সাতরঙা সাজে (২)
প্রকৃতির অপরূপ সবুজের কারুকাজে (২)
মনে পরে সেই স্মৃতি পাশাপাশি একসাথে
তোমার মনে কি পরে না যে? (ঐ)


স্নিগ্ধ বাতায়নে খোলা ঘন চুল (২)
উড়ে যায় খোপা থেকে রক্ত জবা ফুল (২)
আকাশটা নীল নিয়ে চেয়ে আছে মুখপানে
বধু বেশে চারপাশ বসে আছে লাজে (ঐ)


দৃষ্টি সরেনা ওই কিছুতেই চোখ থেকে (২)
কল্পনাতে কোন শিল্পী দিয়েছে এঁকে (২)
তোমার ছোঁয়া পেয়ে পাগল আমার মন
মিশে যাই বারেবারে প্রেমের মাঝে  (ঐ)