কোনটে গেইনেন পচানির বাপ
আইসো তাড়াতাড়ি
অনেকদিন পর নন্দিয়াটা
আচ্চে হামার বাড়ি।
চড়াইটা দাবড়ে ধরো
পুকুরৎ জালটা মারো
মোশলাকোনা পিষিয়া মুই
আকাত তোলং হাঁড়ি।।


কি আন্দং মুই ঘরত একনা
পোলাওয়ের চাউল নাই
শেমাই একনা আন্দি দিমো
চিনি কোনটে পাই।
বাজার যাওয়া খাইবে তোমার
চালেয়া ভ্যানগাড়ি।।


শ্রাবণ মাসত নাইরে ঝড়ি
গরমে জান যায়
পাংখাকোনাও না পাং খুঁজি
কি দিয়া হাকায়?
কায় দেয় মোক গাছৎ থাকি
ক'খান গুয়া পাড়ি।।