উড়ালী বানাইলি আমায়-
কোন সুতায় বান্ধিয়া লই
আমি এখন-
তোর আশাতে রই।।


যেদিকেতে বাতাস বহে
সেদিকেতে ধাই
তোর ইচ্ছাতে চলিরে আমি
আমার ইচ্ছা নাই।
মনের দুঃখ মনে রাখি-
পাই না খুঁজে কারে কই।।


এই জনমের চাওয়া-পাওয়া
সবই ছিলি তুই
তোরে ছাড়া কারে বান্ধব
বুকের মাঝে থুই?
তুই যে আমার আশার আলো
তোর কারণে ব্যকুল হই।।