তুমি ফুলের বাসরে থাকো
আমি-
ভুলের আসরে থাকবো
বিষাদের রঙে নয়নেরজলে
বেদনার ছবি আঁকবো।


যা আমার নয় তাই আমি কেন চেয়েছি
বারে বারে তাই আঘাত শুধুই পেয়েছি
ভরা এ ফাগুনে বিরহের আগুনে
যন্ত্রনা বুকে রাখবো।।


ভুলগুলি যদি ফুল হয়ে ফোটে কখনো
আমি তো আমার একার রবো তখনো
দুবাহু বাড়িয়ে একাকী দাঁড়িয়ে
স্মৃতির পাপিয়া ডাকবো।।


=====================
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ০৫ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাট।