তুমি আমি পাশাপাশি বসে আছি দুজনে-
কী আবেশে মন ভরে, নীড়ফেরা পাখিদের কুজনে!


গোধুলির রঙ মুছে নেমে আসে আসুক না সন্ধ্যা
বাতাসে সুবাস ঢেলে হাসুক না রজনীগন্ধা
আঁধারের চাদরে
দুটি মন আদরে
মাখামাখি হয়ে রবো, চখাচোখি তুমি আমি দুজনে।।


না হয় আজ হারাবো, মিশে যাবো অপার্থিব কল্পে
এই রাত স্মৃতিময় হয়ে থাক জীবনের গল্পে
প্রকৃতির বাসরে
এ মধুর আসরে
মিলেমিশে যদি থাকি, বিরাগ কি হবে কোন সুজনে।।
===========================
আধুনিক গান
২৫ অক্টোবর ২০২৩, লালমনিরহাট