তুই তো বন্ধু ...আগের মত নেই!
(এখন)-
জড়িয়ে আমায় নিস না বুকে
মারিস কেবল ধুকে ধুকে
কোথায় যেন হারিয়ে গেছে
তোর পিড়িতি সেই!!
মনে কি পড়ে না রে তোর
সে দিনগুলির স্মৃতি?
বুকে নিয়ে অথৈ জ্বালা-
কাটাই কত তিথি?
(আমি) কাটাই কত তিথি!
তোর জন্য এই হৃদয় পোড়ে
বুঝিস না তুই কিছুতেই।।
পাই না ভেবে তোর বিরুদ্ধে
নালিশ দিবো কই
ভাঙ্গা এ মন নিয়ে তবু-
তোরই আশায় রই
(আমি) তোরই আশায় রই।
এ অন্তর পুড়ে হলো রে ছাই
প্রেমের দাম কি দিলি এই।।
রচনা : ০৯ মে ২০২২, লালমনিরহাট।