তুই আমারে-
ভালো থাকতে দিলি না।
বিদেশ গিয়া বন্ধুরে তুই আমার খবর নিলি না।।
প্রেম বুঝিনি,
বুঝাইলি তুই আদর যতন দিয়া
বলেছিলি সারাজনম থাকবি বুকে নিয়া।
ছিল সবই ছলনা তোর আপন তো তুই ছিলি না।।
মন বুঝিনি,
মনের দামে হয়নি রে মন কেনা
দূরে গিয়ে স্বভাবগুণে হইলি রে অচেনা।
তুই তো বন্ধু সবই পারিস তোর মত এই মিলি না।।
##############################
শ্রেণি : আধুনিক গান
রচনা : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, লালমনিরহাট।