ঠ্যালা-ধাক্কায় চলছে নারে
জীবনগাড়ির চাকা
ভেতরে তার জং ধরেছে
তেলের টাংকি ফাঁকা।
অভাব যখন সামনে দাঁড়ায়
আপন জনও তখন হারায়
কাজের কাজে লাগে নারে-
কোন মামা-কাকা।।
যারা তোমার আগে পাছে
স্বার্থ নিয়েই সবাই বাঁচে
নিদান কালে যাবে নারে
কাউকে ধরে রাখা।।
===============
আধুনিক গান
রচনাকাল : ১১ নভেম্বর ২০২৩, লালমনিরহাট।