মাগো-
তোমার মত আপন কেহ নাই!
তোমার কোলে
তোমার বোলে-
নেচে-গেয়ে প্রাণে যে সুখ পাই!
তাই তো মাগো-
বাউল সেজে তোমারই গান গাই!


তোমার ধুলা অঙ্গে মেখে
দু’চোখে যাই স্বপ্ন এঁকে
তোমার মাঝে চরণ রেখে
যেদিক খুশি যাই!
তাই তো মাগো-
বাউল সেজে তোমারই গান গাই!


জন্ম তুমি, মৃত্যু তুমি, তুমি আমার সব
তুমি আমার প্রাণে-মনে আনন্দ উৎসব


তুমি আমার স্বপ্ন আশা
তুমি আমার ভালোবাসা
সুখে-দুখে তোমার বুকে
মিলে আমার ঠাঁই
তাই তো মাগো-
বাউল সেজে তোমারই গান গাই!
-------------------------
শ্রেণি : দেশাত্মবোধক গান
রচনাকাল : ২৪ জানুয়ারি ১৯৯৫, লালমনিরহাট।