সকল দেশের সেরা আমার
জন্মভূমি মা...
আমি বিশ্ব জাহান ঘুরে এলাম
তোর মতো মা কাউকে পেলাম না
এই ভুবনে ওগো মা তোর
নেই কো তুলনা।।


এই নদী জল আকাশ বাতাস
আলো ছায়ার খেলা
সবুজ শ্যামল ফুল ফসল আর
পাখ-পাখালির মেলা।
(এমন) শান্ত-নিবিড়, স্নিগ্ধ সুখের
তুই তো ঠিকানা।।


কী অপরূপ সাজিস মা তুই
ষড়ঋতুর দোলায়,
যেদিকে চাই নয়ন জুড়ায়
মনটা আমার ভোলায়!
আমার ধন্য জীবন তোর কোলে মা
আর কিছু চাই না।